আগরতলা, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : বন্যপ্রাণী হত্যার দায়ে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ত্রিপুরার এক যুবক। জানা গেছে, শুক্রবার দুপুরে মুম্বাই বিমানবন্দর থেকে এয়ারপোর্ট থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম ইন্দ্রিস মিয়াঁ। বাড়ি বিশালগড়ে।

মুম্বাই এয়ারপোর্ট থানার পুলিশ সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী হত্যার অভিযোগ উঠলে ইন্দ্রিস মিয়াঁ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু পারেনি। আজ তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় ত্রিপুরার বিশালগড় থানায়।এদিকে জানা গেছে, মুম্বাই এয়ারপোর্ট থানা থেকে খবর পেয়ে বিশালগড় থেকে পুলিশের এক দল মুম্বাইয়ের উদ্দেশে রওয়ানা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। জানা গেছে, মুম্বাই এয়ারপোর্ট থানার পুলিশ ধৃত যুবক ইন্দ্রিস মিয়াঁকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।