নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : বিগত পাঁচ বছরে জনগণের সেবায় সরকার যা কাজ করেছে, তার ফলে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। শনিবার এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের সেবা করার লক্ষ্যে আমরা ক্ষমতায় এসেছিলাম। আর পরিবর্তন যে হয়েছে তা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। ২০১৪ সালের পর থেকে জড়তাকে আশার সঞ্চার হয়েছে। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে ইতিবাচক মানসিকতা তৈরি হয়েছে। উদ্যোগ নেওয়ার ফলে সমস্যাগুলি দূরীভূত হয়ে গিয়েছে। সমাজের তৃণমূলস্তরে সেই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। প্রতিযোগিতার মানেও পাল্টে গিয়েছে। এখন ১০০ শতাংশ স্বচ্ছতার হচ্ছে কিনা তা নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, গোটা দেশে ১০০ বিদ্যুৎতায়নের প্রতিযোগিতা চলছে। দেশজুড়ে উন্নয়নের প্রতিযোগিতা চলছে।’কংগ্রেস আমলের আর্থিক ব্যর্থতা তুলে ধরে নরেন্দ্র মোদী বলেন, ‘সেই সময় সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতার ফলে আর্থিক বৃদ্ধি আটকে যাচ্ছিল। ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’