নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মহারণকে কেন্দ্র করে ক্রিকেটীয় মহলে ক্রমশ জল ঘোলা হচ্ছে৷ আগামী ১৬ জুন ম্যাঞ্চেস্টারে ভারত পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷যদিও শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বৈঠকের পরও মহারণ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারল না বিসিসিআই৷ বৈঠকের পর এমনটাই জানালেন সুপ্রিম কোর্ট নিযুক্ত বোর্ডের সিওএ কমিটির প্রধান বিনোদ রাই৷ এদিকে একইভাবে পাকিস্তানি শ্যুটারদের ভিসা না মঞ্জুর হওয়ার কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ক্রমশ চক্ষুশূল হয়ে উঠছে ভারত। শনিবার থেকে নয়াদিল্লিতে শুরু হতে চলা শুটিং বিশ্বকাপে তো বটেই, এমনকি পরবর্তীতেও কোনওরকম আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ব্যাপারে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আইওসি’র তরফ থেকে জানানো হয়েছে, এমন ঘটনা অলিম্পিক চার্টারের বিরোধী। তাই ভারত সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস না পাওয়া অবধি ভারতের উপর এই নিষেধাজ্ঞা বজায় থাকবে।অন্যদিকে, এবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার পথে হাঁটলে ফল যেতে পারে ভারতের বিরুদ্ধেই যেতে পারে বলে ক্রীড়া মহলের একাংশের ধারনা। তাদের মতে, পাকিস্তানকে একঘরে করতে গিয়ে ভারতই না একঘরে হয়ে পড়ে, এমনও সংশয়ও দেখা দিয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতি জঙ্গি হামলায় শহিদ হতে হয়েছে ৪২ জন সিআরপিএফ জওয়ানকে। সূত্রের খবর অনুযায়ী, কমিটি অব অ্যাডমিনিস্ট্রের্সের পক্ষ থেকে বিসিসিআই সিইও রাহুল জোহুরিকে একটি চিঠি লিখতে বলা হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে। যেখানে লিখতে বলা হয়, যাতে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে নির্বাসিত করা হয়। যেটা অবশ্য ভারতের জন্য বুমেরাং হয়ে আসতে পারে। কারণ বাকি দেশগুলি পাকিস্তানের না খেলার বিরোধিতা করতে পারে। যদিও আইসিসির বোর্ডে এখন আর ভারতের একাধিপত্ত নেই। এই ঘটনা বুমেরাং হয়ে আসতে পারে। যার ফলে ভারতের হাত থেকে চলে যেতে পারে ২০২১-এর চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৩-এর বিশ্বকাপ আয়োজনের ক্ষমতাও। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ আইসিসির মিটিংয়ে পাকিস্তানের বিরুদ্ধে না খেলা ও বিশ্বকাপ থেকে পাকিস্তানকে নির্বাসিত করার বিষয়ে আলোচনা করবে বিসিসিআই।পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি তুলেছেন অনেকেই৷ আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কটের দাবি করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং৷ পাকিস্তানের বিরুদ্ধে না-খেলেও ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে বলে মনে করেন ভাজ্জি৷ সুত্রের খবর, ভারত সরকারের তরফে বোর্ডের উপর বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু বিশ্বকাপে ম্যাচ বয়কট করলে আইসিসি-র শাস্তির মুখে পড়তে হতে পারে, এ কথা মাথায় রেথে তড়িঘড়ি কোনও সিদ্ধান্তে পথে হাঁটতে চাইছে না বিসিসিআই৷ এদিন তা স্পষ্ট করে দিয়েছেন সিওএ প্রধান৷
বৈঠকের পর এদিন বিনোদ রাই জানান, আমরা সরকারের সঙ্গে কথা বলছি৷ কিন্তু ১৬ জুন ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আমরা এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছি না৷’ তবে আইসিসি-কে যে বিসিসিআই চিঠি দিচ্ছে, তা পরিষ্কার করে দেন সিওএ প্রধান৷ বিনোদ রাই আরও বলেন, ‘আমরা দু’টি বিষয় আইসিসি-কে জানাব৷ প্রথমত বিশ্বকাপের সময় ক্রিকেটারদের আরও বেশি নিরাপত্তা দিতে হবে৷ দ্বিতীয়ত, জঙ্গিদের মদত দেওয়া কোনও দেশের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক যাতে না রাখা হয়৷’এদিকে শনিবার থেকে শুরু হতে চলা শুটিং বিশ্বকাপে পাকিস্তানি শ্যুটারদের ভিসা না মঞ্জুর হওয়ার কারণে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ক্রমশ চক্ষুশূল হয়ে উঠছে ভারত। শুটিং বিশ্বকাপে তো বটেই, এমনকি পরবর্তীতেও কোনওরকম আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ব্যাপারে ভারতের উপর নিষেধাজ্ঞা জারি করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। আইওসি’র তরফ থেকে জানানো হয়েছে, এমন ঘটনা অলিম্পিক চার্টারের বিরোধী। তাই ভারত সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস না পাওয়া অবধি ভারতের উপর এই নিষেধাজ্ঞা বজায় থাকবে।
নয়াদিল্লিতে শুটিং বিশ্বকাপের জন্য পাক শুটারদের ভিসা বাতিল করে ভারত। আর এই ঘটনাটিকে মোটেই ভালো চোখে নেয়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি। তারা জানিয়েছে, ক্রীড়াক্ষেত্রকে রাজনীতির সঙ্গে গুলিয়ে ফেলা মোটেই উচিৎ নয়। পুলওয়ামার ঘটনার জেরে পাক শুটারদের ভিসা না পাওয়ার ঘটনা অলিম্পিক চার্টারের পরিপন্থী বলে দাবি করে তারা। ঘটনায় ক্ষুব্ধ আইওসি অলিম্পিকের সঙ্গে সম্পর্কিত কোনওরকম আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনে নিষেধাজ্ঞা জারি করল ভারতের উপর। তারা জানিয়েছে যতদিন না পর্যন্ত অলিম্পিক চার্টার মেনে চলার লিখিত আশ্বাস ভারতের তরফ থেকে দেওয়া হবে, ততদিন ভারতের মাটিতে বন্ধ থাকবে অলিম্পিক সম্পর্কিত যে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট।অন্যদিকে, বিশ্বকাপে পাক ম্যাচ বয়কট নয়, বরং পাকিস্তানকে হারিয়ে পুলওয়ামার ‘বদলা’ নেওয়ার পক্ষে মত জানালেন ‘ক্রিকেটঈশ্বর’ সচিন তেন্ডুলকর৷ বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে তাতে তিনি সহমত বলেও জানান৷
পুলওয়ামা হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি তুলেছেন অনেকেই৷ আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কটের দাবি করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অফ-স্পিনার হরভজন সিং৷ পাকিস্তানের বিরুদ্ধে না খেলেও ভারত বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে বলে মনে করেন ভাজ্জি৷ একই মত প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও৷কিন্তু টিম ইন্ডিয়ায় তাঁর দুই প্রাক্তন সতীর্থ সৌরভ-ভাজ্জির সঙ্গে এ ব্যাপারে একমত নন সচিন৷ বরং উলটো পথে গিয়ে বিশ্বকাপে বরাবরের মত পাকিস্তানকে হারানোর পক্ষে লিটল মাস্টার৷ বিশ্বকাপ ভারতের পাক ম্যাচ বয়কট সম্পর্কে শুক্রবার টুইটারে সচিন লেখেন, ‘বিশ্বকাপে ভারত বরাবর পাকিস্তানকে হারিয়ে এসেছে৷ আবারও সময় এসেছে হারানোর৷ ব্যক্তিগতভাবে পাকিস্তানকে দু’ পয়েন্ট দিয়ে টুর্নামেন্টে এগিয়ে দিতে আমি ঘৃণা করি৷ তবে ভারত সবার আগে৷ এ ব্যাপারে দেশ যা সিদ্ধান্ত নেবে তার প্রতি হার্দিক সমর্থন থাকবে৷’
অর্থাৎ বিশ্বকাপ ভারত-পাক ম্যাচ নিয়ে সুনীল গাভাস্করের কথার প্রতিধ্বনি শোনা গেল সচিনের গলায়৷ বিশ্বকাপে ভারতের পাক ম্যাচ বয়কট নিয়ে গাভাস্কর বৃহস্পতিবার জানিয়েছিলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানকে ম্যাচ ছেড়ে দিয়ে ওরা জিতে যাবে৷ কিন্তু বিশ্বকাপে ভারত বরাবর পাকিস্তানকে হারিয়েছে৷ সুতরাং এবারও হারিয়ে দু’ পয়েন্ট নেওয়া উচিত৷’ পাক ম্যাচ জিতে পুলওয়ামার শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানানো উচিত বলে মন করেন প্রাক্তন ভারতীয় ওপেনার৷আসন্ন বিশ্বকাপে ভারত-পাক মহারণ হওয়ার কথা ১৬ জুন ম্যাঞ্চেস্টারে৷ ওল্ড ট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান লড়াই বিশ্বকাপের ইউএসপি৷ কিন্তু পাক মদতপুষ্ট জঙ্গি সংঘঠন জইশ-ই মহম্মদের পুলওয়ামা হামলার পর বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ সংশয়ে৷ কারণ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ বয়কটের দাবি উঠেছে সারা দেশে৷ সুত্রের খবর, সরকারের তরফে বোর্ডের উপর বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের নির্দেশ দেওয়া হয়৷ কিন্তু বিশ্বকাপে ম্যাচ বয়কট করলে আইসিসি-র শাস্তির মুখে পড়তে হতে পারে, এ কথা মাথায় রেথে তড়িঘড়ি কোনও সিদ্ধান্তে পথে হাঁটতে চাইছে না বিসিসিআই৷
তবে কার্গিল যুদ্ধ চলার সময় অর্থাৎ ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছে ভারত৷ ১৯৯৯ বিশ্বকাপও হয়েছিল ইংল্যান্ডের মাটিতে৷ শুধু তাই নয়, এই ম্যাঞ্চেস্টারেই হয়েছিল ভারত-পাক লড়াই৷ ৪৭ রানে ম্যাচ জিতে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে জয়ের ধারা বজায় রেখেছিল মহম্মদ আজহারউদ্দিনের ভারত৷ ২২৭ রান তাড়া করতে নেমে মাত্র ৪৫ ওভারে ১৮০ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান৷ ভারতীয় পেস জুটি ভেঙ্কটেশ প্রসাদ ও জাভাগল শ্রীনাথের সামনে আত্মসমপর্ণ করেছিলেন পাক ব্যাটসম্যানরা৷সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং-রা বিশ্বকাপে পাক ম্যাচ বয়কটের দাবি জানালেও অন্য অভিমত সুনীল গাভাস্করের৷ প্রাত্তন ভারতীয় ওপেনারের মতে, বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কট করার অর্খ ওদের সুবিধা করে দেওয়া৷ সুতরাং আমার মতে, বিশ্বকাপে ওদের হারিয়ে বরং পুলওয়ামা শহিদের জয় উৎস্বর্গ করলে সেটা ভালো হবে৷