চেন্নাই, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত এআইএডিএমকে সাংসদ এস রাজেন্দ্রন। শনিবার ভোর ৫টা নাগাদ ভিল্লুপুরাম জেলার টিনডিভানামে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু এস রাজেন্দ্রনের।

থালাইপুরমে পিএমকে নেতা রামাডসের সঙ্গে সাক্ষাৎ করে ভানুরে নিজের বাড়ি দিকে গাড়ি করে যাচ্ছিলেন বছর ৬২র এআইএডিএম সাংসদ এস রাজেন্দ্র। গাড়িটিতে সব মিলিয়ে চারজন ছিল। টিনডিভান দিয়ে যাওয়ার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনায় তিনজন আহতের চিকিৎসা চলছে। নিহত সাংসদের মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।২০১৪ সালের লোকসভা নির্বাচন ভিল্লুপুরম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এস রাজেন্দ্রন। লোকসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যও ছিলেন তিনি। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।