রেলে কাটা পরে মৃত্যু মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ রেগার কাজ করতে গিয়ে রেলে কাটা পড়লেন এক মহিলা৷ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ধর্মনগর থেকে আগরতলা গামী ট্রেনে কাটা পরে মৃত্যু হয়েছে রত্না দেবের৷ স্থানীয়দের বক্তব্য, রেল লাইনের ধারেই তিনি রেগার কাজ করছিলেন৷ কাজ করার সময় অন্য মনস্ক হয়ে যাওয়ায় ট্রেনে কাটা পড়েছেন তিনি৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, ইচাবাজার এলাকার বাসিন্দা রত্না দেব এর পরিবারে চার জন্য সদস্যের মধ্যে তিন জনই অসুস্থ৷ তার স্বামী বাবুল দেব ব্রেইন টিউমারে আক্রান্ত৷ মেয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ফলে, অর্থের টানাটানি চলছে সংসারে৷ এই অবস্থায় তাকে রেগার কাজে আসতে হয়েছিল৷ আর তাতেই এই মর্মান্তিক পরিণতি হয়েছে তার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *