BRAKING NEWS

বড়সড় সাফল্য পেল উত্তর প্রদেশ পুলিশের এটিএস, শাহারানপুর থেকে গ্রেফতার দু’জন জেইএম জঙ্গি

লখনউ, ২২ ফেব্রুয়ারি (হি.স.): বড়সড় পেল উত্তর প্রদেশ পুলিশের সন্ত্রাস-দমন শাখা (এটিএস)| উত্তর প্রদেশের শাহারানপুর থেকে দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা দু’জন জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশের পুলিশের এটিএস| ধৃত দু’জন জেইএম জঙ্গির নাম হল, শাহনওয়াজ আহমেদ তেলি এবং আকিব| উত্তর প্রদেশের ডিজিপি ও পি সিং জানিয়েছেন, সন্দেহভাজন জেইএম জঙ্গি শাহনওয়াজের বাড়ি দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা| অপর জেইএম জঙ্গি আকিবের বাড়ি পুলওয়ামা জেলায়| এটিএস সূত্রের খবর, যুবকদের মগজধোলাই করার পর তাদের জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করার কাজ করতো গ্রেনেড তৈরিতে সিদ্ধহস্ত শাহনওয়াজ|


শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর প্রদেশের ডিজিপি ও পি সিং জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার উত্তর প্রদেশের শাহারানপুর দু’জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে এটিএস| উভয় জঙ্গিই দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা এবং জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য| শাহনওয়াজের বাড়ি কুলগামে, আকিবের বাড়ি পুলওয়ামায়| দু’টি আগ্নেয়াস্ত্র এবং তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ধৃত জঙ্গিদের হেফাজত থেকে| ডিজিপি আরও জানিয়েছেন, শাহনওয়াজ গ্রেনেড তৈরিতে পারদর্শী| কি কারণে তারা কাশ্মীর থেকে উত্তর প্রদেশে এসেছিল, তা জানতে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে| জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *