নিজস্ব প্রতিনিধি, খোয়াই/আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ গণমুক্তি পরিষদের মিছিলে হামলার অভিযোগ৷ ইটপাটকেলের আঘাত একজনের মাথা ফেটে যায়৷ গুরুতর আহত হন ওই কর্মী৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে খোয়াইয়ে৷ গণমুক্তি পরিষদের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে৷ যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ খন্ডন করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে খোয়াইয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে৷

সংবাদে প্রকাশ, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ পুণরুদ্ধার, কাজ, খাদ্য সহ জরুরী দশ দফা দাবীতে মিছিল করে খোয়াইয়ের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করার উদ্যোগ নেয় গণমুক্তি পরিষদ৷ দুই শতাধিক কর্মী সমর্থককে নিয়ে মিছিল খোয়াই সিপিএম পার্টি অফিসের সামনে থেকে শুরু হয়৷ মিছিলের নেতৃত্বে ছিলেন গণমুক্তি পরিষদের সভাপতি তথা সাংসদ জীতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা৷ মিছিলটি যখন খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করছিল তখন মিছিলের উপর ইট পাটকেল ছোঁড়া হয়৷ ইটের আঘাতে এক কর্মীর মাথা ফেটে রক্ত ক্ষরণ হয়৷ গোটা ঘটনার বিষয়ে মহকুমা শাসককেও অবহিত করে ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলটি৷
সাংসদ জীতেন্দ্র চৌধুরী সাংবাদিকদের জানান ১১ মাসের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি কিন্তু পূরণ হয়নি৷ অথচ নির্বাচনের আগে সরকার পরিচালকরা প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি পূরণ করা হয়নি৷ বেকারদের কর্মসংস্থান হবে৷ গ্রাম পাহাড়ে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হবে৷ রাজ্যে রেগা সহ সমস্ত প্রকল্প মুখ থুবড়ে পড়েছে৷ সামাজিক ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে৷ এছাড়া রাজনৈতিক হিংসার ঘটনা তো ঘটেই চলেছে৷ এরই একটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে এদিনের মিছিলে ইট পাটকেল ছুঁড়ে মারা৷
এদিকে, এদিনের এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে বলা হয়েছে, সাংসদ জীতেন্দ্র চৌধুরী অভিযোগ করেছেন যে খোয়াইতে সিপিএমের রাজনৈতিক মিছিলে নাকি বিজেপির দুসৃকতিকারীরা আক্রমণ করে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে৷ বিজেপির প্রচারিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কম্যুনিস্ট পার্টির রণকৌশল অনুযায়ী পার্টি যখন দুর্বল তখন দল সব সময় আক্রান্তের অভিনয় করবে৷ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করবে, গণতন্ত্রের দোহাই দেবে, রাজনৈতিক কাজের স্বাধীনতা দাবী করবে, যতদিন না শক্তি সঞ্চয় হয়৷ একবার শক্তিশালী হলে, অন্য এক সাংসদ ঝর্ণা দাস বৈদ্যের ভাষণ মনে আসবে৷ বামফ্রন্ট্রে রোজকার কান্না সেই রণকৌশলের অংশ৷ আজকেরটাও তাই৷ এক বছর আগের খোয়াইয়ের বিভীষিকাময় দিনগুলির কথা মানুষ ভুলে যায়নি৷ জিতেনবাবুরা যেই বক্তব্য রেখেছেন তার সত্যতা নেই৷ বিজেপির কেউ মিছিলে আক্রমণ করেনি৷ আমরা খবর নিয়েছি যে জনৈক ব্যক্তি, যিনি প্রতারিত সিপিএম কর্মী, ঢিল ছঁুড়েছেন মিছিলের উদ্দেশ্যে রাগ মেটানোর জন্য৷ সেই ঢিল লেগেছে এক পথচারীর গায়ে৷ মিছিল কেউ আটকায়নি, আক্রমণ করেনি৷ মিছিল বন্ধ হয়নি৷ জিতেন বাবুরা ঘটনার সুযোগ নিচ্ছে৷ এই অসত্য অভিযোগের তীব্র নিন্দা করেছে বিজেপি৷