নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা কিংবা সংশোধনের জন্য বিশেষ শিবিরের আয়োজন করছে ত্রিপুরা নির্বাচন কমিশন৷ আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত ভোট কেন্দ্রের নিকটবর্তী স্থানে এই শিবির অনুষ্ঠিত হবে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরনিকান্তি একথা জানিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, সার্ভিস ভোটারদের চূড়ান্ত তালিকা আগামী ২২ ফেব্রুয়ারি প্রকাশিত হবে৷এদিকে, সারা দেশে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ কিংবা ভ্রান্তি দূর করার জন্য ১৯৫০ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে৷ শ্রীরাম তরনিকান্তির বক্তব্য, সারা দেয়ে সমস্ত জেলায় এই নম্বর ডায়াল করে ভোটাররা বিভিন্ন তথ্য জানতে পারবেন৷ তাছাড়া, ভোটার হেল্পলাইন মোবাইল অ্যাপসও চালু করা হয়েছে৷ তাতে, সহজে ভোটাররা তথ্য সংগ্রহ, অভিযোগ দাখিল এবং মতামত জানাতে পারবেন৷

এদিন তিনি জানিয়েছেন, চুড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে৷ তবে, লোকসভা নির্বাচনের আগেই নতুন ভোটারের নাম নথিভুক্ত করা এবং সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে৷ সারা রাজ্যে ৩৩২৪টি ভোট কেন্দ্রে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে৷ আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এই শিবির অনুষ্ঠিত হবে৷ তিনি জানান, শিবির চলাকালীন বিএলওরা চুড়ান্ত ভোটার তালিকা নিয়ে উপস্থিত থাকবেন৷ শুধু তাই নয়, তাঁরা ৬নং, ৭নং, ৮নং ও ৮’এ’ ফর্ম নিয়ে সকল ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে প্রস্তুত থাকবেন৷ তাতে, ভোটাররা ওই তালিকা দেখতে পারবেন৷ ফলে, নাম নথিভুক্ত নিয়ে কোন সংশয় থাকবে না৷
তিনি আরও জানিয়েছেন, লোকসভা নির্বাচন নিয়ে প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷ এরই অঙ্গ হিসেবে সমস্ত রাজনৈতিক দলের সাথে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে৷ তাঁর কথায়, নির্বাচনী প্রচারে প্লাস্টিক বর্জন করার আহ্বান জানানো হয়েছে৷ নির্বাচনোত্তর বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রগুলির স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হবে৷ এছাড়াও নির্বাচনী প্রক্রিয়া সুুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকার্যে নিযুক্ত বিভিন্ন আধিকারিক ও কর্মচারীদের প্রশিক্ষণ শিবির ইতিমধ্যেই শুরু হয়ে গেছে৷
এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পেশাল সি ই ও পি আর ভট্টাচার্য, অ্যাডিশনাল সি ই ও ঊষাজেন মগ এবং সিনিয়র ইনফরমেটিক অফিসার কবীর দে৷