আগরতলা-শিলচর ট্রেনে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷ ৯০ লক্ষ টাকার নেশাদ্রব্য বাজেয়াপ্ত এবং দুজনকে গ্রেফতার করা হয়েছিল দুদিন আগে৷ ওই ঘটনার দুদিনের মাথায় ফের লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করেছে ধর্মনগর রেলওয়ে স্টেশনে কর্তব্যরত জিআরপি৷রেল পুলিশ সূত্রের খবর, আজ বুধবার আগরতলা থেকে শিলচরগামী যাত্রীবাহী ট্রেনে রুটিন তল্লাশির সময় জিআরপিএফ-এর হাতে নিষিদ্ধ গাঁজাগুলো ধরা পড়েছে৷ দুপুরে ৫৫৬৬৩ নম্বরের যাত্রীবাহী ট্রেনটি ধর্মনগর স্টেশনে পৌঁছলে জিআরপি জওয়ানরা তল্লাশি চালান ট্রেনের প্রতিটি কামরায়৷

ট্রেনের কামরাগুলোতে তল্লাশি অভিযানে সন্দেহজনক দুটি মালিকহীন ব্যাগ দেখতে পান তারা৷ ব্যাগগুলো খোলে সেগুলোর ভিতর থেকে মোট চার প্যাকেট গাঁজা উদ্ধার করেন অভিযানকারীরা৷বাজেয়াপ্তকৃত গাঁজাগুলোর ওজন ছিল সাড়ে ১২ কেজির ওপর৷ এগুলোর বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকার বেশি বলে জিআরপিএফ অফিসার জানান৷ আধিকারিকের কথায়, এই রুটের চলমান ট্রেনগুলি খুব কম সময় ধর্মনগর স্টেশনে দাঁড়ায়৷ ফলে নিয়মিত ট্রেনের প্রতিটি কামরা তল্লাশি করা সম্ভব হয় না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *