নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ আমবাসা রেল স্টেশনে আগ্ণেয়াস্ত্র সহ ধৃত সমন চাকমাকে মঙ্গলবার আদালতে তোলা হয়৷ আদলত তাকে একদিনের জেল হেপাজতে রাখার নির্দেশ দেয়৷ আদালত পুলিশকে নির্দেশ দিয়েছে আগামীকাল কেইস ডায়রি আদালতে দাখিল করা জন্য৷

অন্যদিকে পুলিশকে সুমন জানিয়েছে সে দীর্ঘদিন আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারে ছিল৷ গুয়হাটি হয়ে লামডিং থেকে আগ্ণেয়াস্ত্র নিয়ে রাজ্যে আসার পর আমবাসা রেল স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে যায়৷ প্রসঙ্গত, দক্ষিণ জেলার শীলাছড়ির বাসিন্দা সুমন চাকমাকে রেল স্টেশনে সন্দেহজনক অবস্থায় আটক করেছে পুলিশ৷ তল্লাসী চালিয়ে তার হেপাজতে রাখা একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিকভাবে তদন্তে বেরিয়ে এসেছে সুমন চাকমা আগ্ণেয়াস্ত্রটি বহিঃরাজ্য থেকে এনেছে৷