রাজস্থানে বিয়ের শোভাযাত্রায় ঢুকে পড়ল বেপরোয়া ট্রাক, মর্মান্তিক মৃত্যু ১৩ জনের

প্রতাপগড় (রাজস্থান), ১৯ ফেব্রুয়ারি (হি.স.): আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হল বিষাদে| রাজস্থানের প্রতাপগড়ে বিয়ের শোভাযাত্রায় ঢুকে পড়ল বেপরোয়া একটি ট্রাক| সোমবার রাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের| এছাড়াও অন্ততপক্ষে ৩৪ জন কমবেশি আহত হয়েছেন| তাঁদের মধ্যে নববধূও রয়েছে| সোমবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে জয়পুর থেকে প্রায় ৪১৭ কিলোমিটার দূরে প্রতাপগড়-জয়পুর ১১৩ নম্বর জাতীয় সড়কের উপর আম্বাওয়ালি গ্রামের কাছে|


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সোমবার রাতে বছর ২০-র তরুণী রেখার বিয়ের শোভাযাত্রা বেরিয়েছিল| রাস্তা দিয়ে যখন বিয়ের শোভাযাত্রা যাচ্ছিল, সেই সময় বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শোভাযাত্রায় ঢুকে পড়ে| ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের| কমবেশি আহত অবস্থায় অন্ততপক্ষে ৩৮ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সা চলাকালীন আরও ৪ জনের মৃত্যু হয়েছে| বাকি ৩৪ জন কমবেশি আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন|প্রতাপগড়ের পুলিশ সুপার কুমার বেনিওয়াল জানিয়েছেন, ‘আম্বাওয়ালি গ্রামের কাছে শোভাযাত্রাকে পিছন থেকে এসে পিষে দেয় একটি ট্রাকটি| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের| পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে| কমবেশি আহত অবস্থায় প্রায় ৩৪ জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে ১৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদয়পুরের এমবিএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| পুলিশ সুপার আরও জানিয়েছেন, দুর্ঘটনার পরই সুযোগ বুঝে পালিয়ে যায় ঘাতক ট্রাকের চালক| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *