লেইক চৌমুহনিতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ রাজধানীতে ফের উদ্ধার হল এক মৃতদেহ৷ রবিবার সন্ধ্যা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ৷ তবে পুলিশের দল মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে৷ পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে তাঁরা জানতে পেরেছেন, মৃত ব্যক্তি একজন ভবঘুরে ছিলেন৷ এদিকে পুলিশ ভবঘুরে ব্যক্তিটির মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি৷ কী কারণে, কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সে সম্পর্কে কেউ কিছু বলতে পারছে না৷

তবে পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির দেহ ময়না তদন্তের জন্য জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷ ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মোটামুটি বোঝা যাবে ভবঘুরে ব্যক্তিটির মৃত্যু অস্বাভাবিক না অন্য কোনও কারণে হয়েছে৷ উল্লেখ্য, শনিবার রাতে রাজধানী আগরতলার লেক চৌমুহনি বাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ৷ জানা গেছে, প্রথমে বাজারের কিছু লোক দেখতে পান মৃতদেহটি৷ তার পর তাঁরা পুলিশকে খবর দেন৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *