অ্যান্টিগা, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইল। রবিবার ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকে ট্যুইট করে এমনই জানানো হয়েছে।

ট্যুইট করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়, ‘ইংল্যান্ড ও ওয়েলসে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর পর একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল।’ রবিবার কিংস্টন ওভালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রিস গেইল বলেন, ‘আমি বিশ্বের সেরা খেলোয়াড়। আমি এখনও ইউনিভার্সের বস। এর কোনও পরিবর্তন হবে না। বিশ্বকাপ পর ৫০ ওভারের ক্রিকেটকে চির বিদায় জানাব। আমি চাই তরুণ প্রজন্ম উঠে আসুক। বেঞ্চে বসে আমি তাদের সাফল্য দেখব।’
বিশ্বকাপের পর একদিনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও টি-২০ ক্রিকেট খেলে যাবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৮ জুলাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার খেলেছিলেন গেইল। আফগানিস্তান প্রিমিয়ার লিগ এবং টি-১০ লিগ খেলার জন্য ভারত এবং বাংলাদেশ সফরে যেতে পারেননি। ২০১৯এর ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হবে বিশ্বকাপ। বছর ৩৯-এর ক্রিস গেইল সম্ভবত এভিন লুউজের সঙ্গে ওপেন করতে দেখা যাবে ক্রিস গেইলকে।
একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ক্রিস গেইল ২৮৪টি ম্যাচ খেলেছিলেন। ২৩টি শতরান এবং ৪৯টি অর্ধশতরান সহযোগে করেছেন ৯৭২৯৭ রান। গড় ৩৭.১২। স্ট্রাইক রেট ৮৫.৫২।