নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপোরায় শহিদ সিআরপিএফ জওয়ানদের পরিবারবর্গের পাশে দাঁড়ালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। প্রত্যেক শহিদ জওয়ানদের পরিবারবর্গকে পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহা্য্য করবেন তিনি।
শনিবার স্বেচ্ছাসেবী সংস্থা বিরাট কোহলির ফাউন্ডেশনের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে সেই অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকেন। শহিদ জওয়ানদের পরিবারবর্গকে আর্থিক সাহায্য দেওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে তাঁর মুখপাত্র জানিয়েছেন, শহিদ জওয়ানদের পরিবারবর্গকে ৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অমিতাভ বচ্চন।

সঠিক প্রক্রিয়ার অনুসরণ করেই এই অর্থ সাহায্য দেওয়া হবে।প্রসঙ্গত, জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর| উরির থেকেও বড় জঙ্গি হামলায় স্তব্ধ গোটা দেশবাসী| বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় আত্মঘাতী জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে| যারা জেরে গোটা দেশ শোকাহত।