নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ বিগত পাঁচ থেকে ছয় মাস ধরে রাজ্যে বিমান পরিষেবার যে সংকট দেখা দিয়েছিল অচিরেই সেই সমস্যার সমাধান হতে চলেছে। আগরতলা থেকে স্পাইস জেট পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পর চরম সমস্যার সম্মুখিন হতে হয়েছে বিমানযাত্রীদের। কিন্তু কিছু দিনের মধ্যে সকল সমস্যার সমাধান হতে চলেছে বলে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবকে জানান, আগামী কিছু দিনের মধ্যেই রাজ্যে পুনরায় স্পাইস জেট পরিষেবা চালু হবে। তিনি জানান, বিশেষ কিছু কারণে স্পাইস জেট কর্তৃপক্ষ আগরতলা থেকে তাদের পরিষেবা তুলে নিয়েছিল। পুনরায় আগরতলা-কলকাতা রুটে যাতে স্পাইস জেট পরিষেবা চালু করা হয় সেই বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ করেছেন। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে স্পাইস জেট কর্তৃপক্ষ পুনরায় আগরতলা-কলকাতা এবং আগরতলা-দিল্লি রুটে পরিষেবা চালু করতে রাজি হয়েছেন। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী সুরেশ প্রভু চিঠির মাধ্যমে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে জানান, খুব শীঘ্রই আগরতলা স্পাইস জেট পরিষেবা চালু হবে। এর ফলে দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। সুরেশ প্রভু আরও জানান, কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে আগরতলা-আইজল রুটে ইন্ডিগো বিমান সংস্থাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।