নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : জম্মু-কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় সিআরপিএফ কনভয়ে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় স্তম্ভিত ভারত অধিনায়ক বিরাট কোহলি।সোশ্যাল মিডিয়ায় স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ছুটি কাটাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু বৃহস্পতিবারের ঘটনা নাড়িয়ে দিয়েছে তাঁকেও। টুইটারে লেখেন, “পুলওয়ামার ঘটনায় আমি স্তম্ভিত। শহিদ ও তাঁদের পরিবারের প্রতি আমার সহানুভূতি জানাই। আর আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করি।”রোহিত শর্মা টুইট করেন, “যেদিন গোটা দেশ ভালবাসা সেলিব্রেট করল, ঠিক সেদিনই কাপুরুষগুলো হিংসা ছড়িয়ে দিল। দেশবাসীর কাছে অনুরোধ, আপনাদের প্রার্থনায় যেন শহিদ ও তাঁদের পরিবারও জায়গা পান।”

সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার নিন্দা করে শিখর ধাওয়ান লেখেন, “পুলওয়ামায় যা হল, তা অত্যন্ত দুঃখজনক। জঙ্গি হামলায় যাঁদের প্রাণ হারাতে হল, তাঁদের শ্রদ্ধা জানাই।” টুইট করে শহিদদের সম্মান জানিয়েছেন সুরেশ রায়না, উমেশ যাদব, বীরেন্দ্র শেহওয়াগ, মহম্মদ কাইফ, সাইনা নেহওয়াল-সহ খেলার দুনিয়ার বিশিষ্ট তারকারা। ‘কথা নয়, অনেক হয়েছে। আর কোনও বৈঠক নয়। এবার যুদ্ধক্ষেত্রেই পাকিস্তানকে জবাব দিতে হবে।’ টুইট করে কড়া ভাষায় সে কথাই জানিয়েছেন গৌতম গম্ভীর। মাঠের মত মাঠের বাইরেও যে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বীই থাকবে, সে অবস্থানই স্পষ্ট করে দিয়েছে ভারত।