শ্রীনগর, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরায়, শ্রীনগর-জম্মু হাইওয়েতে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ১৮ জন জওয়ান| এছাড়াও জখম হয়েছেন কমপক্ষে ২০ জন জওয়ান| বৃহস্পতিবার বিকেলে ফিঁদায়ে জঙ্গি হামলার ঘটেছে পুলওয়ামা জেলার অবন্তিপোরার গোরিপোরা এলাকায়| প্রথমে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি সিআরপিএফ জওয়ানদের দু’টি বাসে ধাক্কা মারে, তখনই জোরালো শব্দে বিস্ফোরণ হয়| কোনও কিছু বুঝে ওঠার আগেই সিআরপিএফ জওয়ানদের দু’টি বাস ঘিরে অতর্কিতে গুলি চালায় সন্ত্রাসবাদীরা| ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হয়েছেন ১৮ জন সিআরপিএফ জওয়ান| এছাড়াও আরও ২০ জন জওয়ান কমবেশি জখম হয়েছেন|
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে শ্রীনগর-জম্মু হাইওয়ে ধরে যাচ্ছিল সিআরপিএফ জওয়ানদের কনভয়| বিকেল তখন ৩.১৫ মিনিট হবে, অবন্তিপোরার গোরিপোরা এলাকায় আচমকাই বিস্ফোরক বোঝাই একটি গাড়ি সিআরপিএফ জওয়ানদের দু’টি বাসে ধাক্কা মারে| ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের পরই জোরালো শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা| এরপরই সিআরপিএফ জওয়ানদের বাস ঘিরে নির্বিচারে গুলি চালায় জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীরা| শেষ পাওয়া খবর অনুযায়ী, ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ১৮ জন সিআরপিএফ জওয়ান| এছাড়াও কমপক্ষে ২০ জন কমবেশি জখম হয়েছেন| জখম জওয়ানদের সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতালে ভর্তি করা হয়েছে| জঙ্গি হামলার পরই শ্রীনগর-জম্মু হাইওয়েতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে| ভয়াবহ জঙ্গি হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠন| জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের মুখপাত্র জানিয়েছে, সিআরপিএফ কনভয়ে ফিঁদায়ে হামলা চালিয়েছে জেইএম জঙ্গি আদিল আহমেদ ওরফে ওয়াকাস|