ফের মহার্ঘ্য পেট্রোল ও ডিজেল, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের

নয়াদিল্লি ও কলকাতা, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): সাধারণ মানুষের অস্বস্তি ফের বাড়ল। কারণ, দিন দু’য়েক অপরিবর্তিত থাকার পর বৃহস্পতিবার আবারও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। বৃহস্পতিবার দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ০.৬ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম। অপরদিকে, দিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে ০.৫ পয়সা করে বেড়েছে ডিজেলের দাম। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে বর্ধিত দাম। বৃহস্পতিবারের মূল্যবৃদ্ধির পরে কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭২ টাকা ৫০ পয়সা। ডিজেলের নতুন দাম ৬৭ টাকা ৪৫ পয়সা।

দিল্লিতে পেট্রোলের ও ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু, যথাক্রমে ০.৬ পয়সা এবং ০.৫ পয়সা। নতুন দাম অনুযায়ী রাজধানীতে পেট্রোলের দাম হয়েছে ৭০ টাকা ৩৯ পয়সা এবং ডিজেলের দাম হয়েছে ৬৫ টাকা ৬৭ পয়সা। নতুন দাম অনুযায়ী মুম্বইতে পেট্রোলের দাম ৭৬ টাকা ০৩ পয়সা এবং ডিজেলের দাম ৬৮ টাকা ৭৬ পয়সা। পাশাপাশি চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম হল, যথাক্রমে ৭৩ টাকা ০৬ পয়সা এবং ৬৯ টাকা ৩৭ পয়সা। প্রসঙ্গত, বিগত দু’দিন ধরে অপরিবর্তিত ছিল পেট্রোল-ডিজেলের দাম। কিন্তু, বৃহস্পতিবার সামান্য হলেও বাড়ল দুই জ্বালানি তেলের দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *