নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ কালো পতাকা নিয়ে মিছিল জোট শরিক আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৩ ফেব্রুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে এবার আন্দোলনে শামিল বিজেপির জোট শরিক আইপিএফটি৷ বুধবার সকালে বিশ্রামগঞ্জে কালো পতাকা হাতে নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে শ্লোগান দিয়েছে দলীয় কর্মী সমর্থকরা৷ নেতৃত্ব দিয়েছেন রামমোহন দেববর্মা৷
নাগরিকত্ব বিল ইস্যুতে জ্বলছে গোটা পূর্বোত্তর৷ এর প্রভাব পড়েছে বিশ্রামগঞ্জও৷ আঞ্চলিক দ্রদলগুলি বিলের বিরোধীতা করে সোচ্চার হলেও বিজেপি জোট শরিক আইপিএফটি এতদিন নীরব ছিল৷ শেষ পর্যন্ত আজ এনসির দল বিশ্রামগঞ্জে রীতিমতো ভারত সরকারের বিরোধীতা করে কালো পতাকা নিয়ে সুবিশাল মিছিল করে সোচ্চার হয়৷ আইপিএফটির এই সুবিশাল মিছিল দেখে গোটা বিশ্রামগঞ্জবাসী হতভম্ব হয়ে পড়ে৷ ২০১৬ সালে ভারত সরকার নাগরিকত্ব আইন সংশোধন করার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু, প্রায় দুই বছর কেটে যাওয়ার পরও ভারত সরকার সেই সিদ্ধান্তকে কার্যকর করছে না৷ এরই প্রতিবাদে আজ বিশ্রামগঞ্জে আইপিএফটি কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ মিছিল ও পথসভা করা হয়৷ মিছিল পাথালিয়াঘাট এবং বিশ্রামগঞ্জে অলিগলি পরিক্রমা করেছে৷


আগরতলা সংযোজন ঃ বুধবার নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পেশ না হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছে জনজাতিভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফ৷ বিশেষ করে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী কনাট সাংমা, শিবসেনা নেতা উদ্ধভ ঠাকরে সহ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং অন্যান্য সাংসদদের তীব্র বিরোধীতার মুখে কেন্দ্রীয় সরকার এই বিল পেশ করতে আপতত ব্যর্থ৷ টিএসএফ এজন্য সহযোগী দল ও নেতৃত্বদের ধন্যবাদ জানিয়েছেন৷


টিএসএফের সাধারণ সম্পাদক সুনীল দেববর্মা জানিয়েছেন, নেসো এনিয়ে ২০১৬ সাল থেকেই আন্দোলন জারি রেখেছে৷ বিজেপি জোট সরকার হলেও অনেকেই এই বিষয়ে সমর্থন করেছে টিএসএফকে৷ বুধবার এজন্য তিনি তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি জানান, এই ইস্যুতে গত আট জানুয়ারী আন্দোলন করতে গিয়ে জিরানীয়ার মাধববাড়ি এলাকায় যারা আহত হয়েছেন তাদের আন্দোলনও এই মুহুর্তে ব্যর্থ হয়েছে বলে মনে করি না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *