রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে, প্রশ্ণের মুখে আইন শৃঙ্খলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ পৃথক স্থানে গত চবিবশ ঘন্টায় নারী সংক্রান্ত তিনটি ঘটনা প্রমাণ করে দিচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে৷ দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে একজনকে গণধর্ষণ করা হয়েছে৷ সেই সাথে আরও এক কিশোরীকে অপরহণ করা হয়েছে৷ তাছাড়া প্রাকাশ্যে রাস্তায় এক যুবতীর শ্লীলতাহানির ঘটনা ঘটল৷ প্রতিটি ঘটনারই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷


সংবাদে প্রকাশ, অমরপুরের সারবং এলাকায় দুই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যায় সাত যুবক৷ তারা নাবালিকাদের একটি জঙ্গলে নিয়ে যায়৷ অপহরণকারীদের কবল থেকে এক নাবালিকা পালিয়ে বাঁচলেও অপর নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ এই ব্যাপার পরে ধর্ষিতা নাবালিকা তার পরিবারের লোকদের গোটা বিষয়টি জানায়৷ অভিভাবকরা থানায় একটি মামলা রুজু করেন৷ মামলার নম্বর ৯/১৯৷ মামলাটি হয়েছে ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৩৭৬ (ডি), ৩৫৪ এবং পক্সো আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক৷ পুলিশ মামলা নিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তিনজনকে৷ তারা হল যজ্ঞরাম রিয়াং, বিজয় কুমার ত্রিপুরা এবং রতনমমি জমাতিয়া৷ বাকিদের ধরতে পুলিশ তল্লাসি অভিযান চালিয়ে যাচ্ছে৷


অন্যদিকে, সাব্রুমে বুল্লি মগ নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তার বিরুদ্ধে অভিযোগ সে এক নাবালিকাকে অপহরণ করেছে৷ তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ মামলার নম্বর ৮/১৯৷ মামলাটি হয়েছে, ভারতীয় দন্ডবিধির ৩৬৬(ক) এবং ৩৪ ধারা মোতাবেক৷ এদিকে, বোধজংনগর থানার আধীন ত্রিনাথ এলাকায় এক যুবতীকে প্রকাশ্যে রাস্তায় শ্লীলতাহানি করেছে এক যুবক৷ তার নাম বিশাল ভৌমিক৷ তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৪১, ৩৫৪ এবং ৫০৬ ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *