উদয়পুরে দিনদুপুরে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১২ ফেব্রুয়ারি৷৷ প্রকাশ্য দিবালোকে দুঃসাহিক চুরির ঘটনা ঘটল গোমতী জেলার আর কে পুর থানার অধীন মতাবাড়ির বাইপাস সংলগ্ণ এলাকায়৷ জানা গিয়েছে, মঙ্গলবার ওই এলাকার অমরেশ মজুমদারের বাড়িতে চোরের দল হানা দেয়৷ নগদ ৮৮ হাজার টাকা, বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়৷

জানা গিয়েছে, অমরেশ মজুমাদেরর মেয়ের বিয়ের বৌভাগ ছিল মঙ্গলবার৷ বাড়ির প্রত্যেক সদস্য এবং আত্মীয় পরিজনরা মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলেন৷ বাড়ি ফিরে দেখেন ঘরে ঢুসে চোরের দল হাত সাফাই করে পালিয়ে গিয়েছে৷ ঘটনার পর বাড়ির মালিক আর কে পুর থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে৷ রাতে খবর লেখা পযন্ত কাউকেই সনাক্ত করতে পারেনি পুলিশ, যে এই চুরিকান্ডে জড়িত থাকতে পারে৷ থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *