রাজ্যে সফরে এসে প্রধানমন্ত্রী জনগণের কোনও সমস্যার কথা বলেননি ঃ বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনগণের কোনও সমস্যার কথা বলেননি৷ শুধু ১১ মাস বয়সী বিজেপি জোট সরকারের প্রশংসা করে গেলেন৷ তাছাড়া প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে জলপথে যোগাযোগের যেসব বিষয় উল্লেখ করেছেন সেগুলিতে নতুনত্ব নেই৷ সোমবার বামফ্রন্ট রাজ্য কমিটির আহ্বায়ক বিজন ধর এসব কথাগুলি বলেছেন৷


এদিন তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, দশ বছর আগেই জলপথে বাংলাদেশের সাথে যোগাযোগের প্রশ্ণে দাবী জানানো হয়েছিল৷ কেন্দ্র থেকে প্রতিনিদি দল রাজ্যে এসে এসব বিষয় নিয়ে সরজমিনে খতিয়ে দেখে গিয়েচেন৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন রাজ্যে এসে এব্যাপারে চালু হবার কথা জানান, তখন এনিয়েই আবার সংশয়ের কথা জানাল বামফ্রন্ট৷ বিজনবাবুর বক্তব্য বড় কোনও নৌকা চলাচল করানো যেতে পারে, তাতেও অনেক কাঠখড় পুড়াতে হবে৷ জলপথে দুই দেশের মধ্যে যোগাযোগের প্রসঙ্গটি এনে বিজনবাবু বলেন, এতে আবার নতুনত্ব কিসের৷
সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর আরও অভিযোগ করেন, রাজ্যে এসে মোদি কেন সাধারণ জনগণের কোনও সমস্যার কথা বলেননি৷ এনিয়ে প্রশ্ণ তুলেছেন তিনি৷ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে মোদি সরকার কি করেছেন, কী না করেছেন, এসব নিয়েই প্রশংসা করে গিয়েছেন৷ অন্যদিকে মোদি নিজেও রাজ্যের ১১ মাস বয়সী সরকারের প্রশংসা করে গেলেন৷ প্রকৃত অর্থে রাজ্যের সমস্যা নিয়ে মুখ খুলেননি কেউই৷
প্রসঙ্গক্রমে, বিজন ধর এদিন মোদির মঞ্চে এক পুরুষ মন্ত্রী অন্য এক মহিলা মন্ত্রীর গায়ে হাত দিয়ে অশালীনতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেছেন৷ বামফ্রন্ট আহ্বায়ক বলেন, এই ঘটনাটি তিনি ইচ্ছে করেই করুন আর না-ই করুন, মন্ত্রিসভা থেকে তাঁর পদত্যাগের দাবী করছে বামফ্রন্ট৷ পাশাপাসি যদি না-ই করেন তবে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর মন্ত্রিসভা থেকে তাঁকে ছাঁটাইয় করা হোক৷ এই ইস্যুতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ মহিলাদের উপর নির্যাতনের ঘটনা কিভাবে বাড়ছে তারও ব্যাখ্যা দিয়েছেন বিজন ধর৷
এদিকে, সরকারিভাবে আয়োজিত মোদির অনুষ্ঠানের খরচের হিসাবও জানতে চাইলেন বিজন ধর৷ রাজ্যের মানুষের সামনে তা উত্থাপন করার কথা জানান তিনি৷ এডিসি ইস্যুতে বিজনবাবু মনে করেন, মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে এডিসির নাম পরিবর্তন ছাড়া কার্যক্ষেত্রে কিছুই হয়নি৷ তাঁর কথায় উত্তর পূর্বাঞ্চলের দশটি এডিসির তলনায় এখন দেখা যাচ্ছে কোনও কোনও ক্ষেত্রে ক্ষতির সম্মুখিন হবে রাজ্যের এডিসি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *