নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : রাফাল নিয়ে রাহুল গান্ধীকে সমর্থন করায় বর্ষীয়ান কংগ্রেস নেতাদের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। পরিবারতন্ত্রের প্রতি দাসসুলভ আনুগত্য দেখিয়েই লিখিত চিত্রনাট্য পাঠ করে চলেছেন তাদের (কংগ্রেস) বরিষ্ঠ নেতৃত্ব। এরা সাহস এবং নৈতিক দৃঢ়তা হারিয়ে ফেলেছে। মঙ্গলবার ফেসবুকে পোস্ট করে এমনই দাবি করলেন অরুণ জেটলি।
ফেসবুক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, ‘যখন পরিবারতন্ত্র মিথ্যা কথা বলে চলে।
তখন তাদের সঙ্গে তাল মেলায় এই সকল বরিষ্ঠ নেতারা। পরিবারতন্ত্র বিরুদ্ধে কথা বললে তাদের রাজনৈতিক জীবন শেষ হয়ে যাবে। ডুবন্ত বংশকে বাঁচানোর জন্য আর কত মিথ্যা কথা বলা হবে। রাফাল চুক্তি করে কয়েক লক্ষ কোটি টাকা জনগণের বাঁচানো হয়েছে। কিন্তু প্রতিদিন এই বিষয়ে মিথ্যা কথা তৈরি করা হচ্ছে। পরিবারতন্ত্রের ৫০০ কোটি বনাম ১৬০০ কোটির ধারণা শিশুসুলভ। ক্যাগ এবং সুপ্রিম কোর্টের বিরুদ্ধে অযথা আক্রমণ শানানো হয়েছে।’