অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদার দাবি, দিল্লিতে অনশন শুরু করলেন চন্দ্রবাবু নাইডু

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): প্রতিশ্রুতি ভঙ্গ করেছে নরেন্দ্র মোদী সরকার। শুরু থেকেই দাবি মূলত একটাই-‘অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ মর্যাদা’। কিন্তু, কেন্দ্রীয় সরকার এই প্রতিশ্রুতি পূরণ করেনি। অন্ধ্রপ্রদেশের সঙ্গে অবিচার হওয়ার প্রতিবাদে এনডিএ-র সঙ্গে গাঁটছড়া ভেঙেছিল তেলেগু দেশম পার্টি (টিডিপি)। এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে একদিনের অনশন শুরু করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু। সোমবার সকাল আটটা থেকে দিল্লির ‘অন্ধ্রপ্রদেশ ভবন’-এ নাইডু শুরু করেছেন ‘ধর্ম পরোতা দীক্ষা’।


এদিন অনশন শুরু করার আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান নাইডু। সেই সময় উপস্থিত ছিলেন টিডিপি সাংসদ-নেতা-কর্মীরা। অন্ধ্রপ্রদেশ ভবনে রাখা আম্বেদকর মুর্তিতেও শ্রদ্ধা জানান নাইডু। এরপরই একদিনের অনশন শুরু করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু। এদিন নাইডু বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা এখানে জড়ো হয়েছি। ধরনা শুরু হওয়ার একদিন আগে, রবিবার অন্ধ্রপ্রদেশে (গুনটুর) গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আমি জানতে চাই, কি প্রয়োজন ছিল?’২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা করার সময় কেন্দ্র যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তা অবিলম্বে পূরণ করার দাবি জানিয়েছেন নাইডু। নাইডুর বক্তব্য, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে নরেন্দ্র মোদী সরকার। শুধুমাত্র এই কারণেই এনডিএ থেকে বেরিয়ে এসেছে টিডিপি। এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে অনশন শুরু করলেন নাইডু। একদিনের অনশন শেষে, ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে একটি স্মারকলিপি জমা দেবেন নাইডু।