নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): কমেই চলেছে পেট্রোপণ্যের মূল্য। শুক্রবার পুনরায় দাম কমল পেট্রোলের, তবে ডিজেলের দাম এদিন অপরিবর্তিত। শুক্রবার সকাল ছ’টা থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে, ০.৬ পয়সা, ০.৬ পয়সা, ০.৬ পয়সা এবং ০.৬ পয়সা করে কমেছে পেট্রোলের দাম| তবে, কলকাতা এবং দিল্লি-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে এদিন অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম।

নতুন মূল্য অনুযায়ী, কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৭২.৪৯ টাকা| দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭০ টাকা ৩৮ পয়সা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৭৬ টাকা ০২ পয়সা| পাশাপাশি চেন্নাইতে পেট্রোলের নতুন মূল্য হল ৭৩ টাকা ০৫ পয়সা| অপরিবর্তিত থাকার পরে কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৬৭.৩৪ টাকা (কলকাতা), ৬৫.৫৬ টাকা (দিল্লি), ৬৮.৬৫ টাকা (মুম্বই) এবং ৬৯.২৫ টাকা (চেন্নাই)| শুক্রবার আবারও পেট্রোলের মূল্য নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।