BRAKING NEWS

দিল্লির আদালতে জামিনের আবেদন ক্রিশ্চিয়ানের, পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), উভয় তদন্তকারী সংস্থার মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে জামিনের আবেদন জানালেন অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলার মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেল| শুক্রবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে সিবিআই এবং ইডি-র মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়েছেন ক্রিশ্চিয়ান মিশেল| ক্রিশ্চিয়ানের আবেদন শুনতে সম্মতিও হয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| ক্রিশ্চিয়ান জামিন পাবেন কি পাবেন না, তা জানা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার)| ওই দিনই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে|

ভিভিআইপিদের জন্য চপার কিনতে ২০১০ সালের ব্রিটিশ সংস্থা অগাস্টা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি করেছিল ইউপিএ সরকার| তিন হাজার ছ’শো কোটি টাকার চুক্তিতে ১২টি হেলিকপ্টার কেনার কথা ছিল| কিন্তু, ২০১৩ সালের প্রথম দিকে অভিযোগ উঠতে শুরু করে, আগাস্টা ওয়েস্টল্যান্ড চুক্তিতে ঘুষের লেনদেন রয়েছে| নাম জ়ডায় তত্কালীন বায়ুসেনা প্রধান এস পি ত্যাগীর| সিবিআই গ্রেফতার করেছিল ত্যাগীকে। পরে বিতর্কের মুখে চপার চুক্তি বাতিল করে মনমোহন সিং সরকার| তদন্তে উঠে তিন মধ্যস্থতাকারীদের মধ্যে একজন হল ক্রিশ্চিয়ান মিশেল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *