আগরতলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : শাসকদলের কর্মী ও সমর্থকদের ঘুমে রেখে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন ঘোষণা নিয়ে যুবরাজনগরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিরোধী সিপিআইএম দলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে কতিপয় আধিকারিকের বিরুদ্ধে।ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে যুবরাজনগর ব্লকে জমায়েত হতে থাকেন বিজেপির কর্মী ও সমর্থকরা।
সকাল ১০টায় যুবরাজনগর ব্লক অফিস খুলতেই ব্লক অফিস ঘেরাও করে ফেলেন কয়েক হাজার বিজেপির কর্মী ও সমর্থকরা। তাঁদের অভিযোগ, কর্মী সমর্থকদের কিছু না জানিয়ে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নির্বাচন ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে তাঁরা যুবরাজনগর পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে।জানা গেছে, পরিস্থিতি চরম আকার ধারণ করে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, এখনও যুবরাজনগর ব্লক এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।