বিজেপি ও আরএসএস উভয়ই ব্রিটিশের অনুচর ঃ মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারী৷৷ দিন যতই এগিয়ে যাচ্ছে ততই খারাপ আসছে৷ এক বিভাজনের রীতি চালু করতে চাইছে কেন্দ্র৷ বিশেষ করে কোন কবি কোন কবিতা লিখবে, কোন কবি কোন কবিতা লিখবে না, কে কিসের মাংস খাবে, কে কিসের মাংস খাবে না- সমস্ত বিষয়ের উপরই এখন হস্তক্ষেপ আসতে শুরু করেছে৷ এসব নিয়েই আবার মারামারি হানাহানি চলছে এখন৷ দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি ত্রিপুরাতেও যখন নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে আন্দোলনে সামিল হয় সিপিএম, তখনই সিপিএমের এক সভা থেকে একথা বললেন বিরোধী দলনেতা মানিক সরকার৷
তাঁর কথায়, আমি হিন্দু, তুমি মুসলিম, আমি মুসলিম, তুমি হিন্দু- এসব নিয়েই চলছে এখন কেন্দ্রীয় রাজনীতি৷ মানুষ যাতে এ ধরনের কোনও ইস্যুতে কথা বলতে না পারে সে ব্যবস্থাই চালু হয়েছে৷ সিপিএম এসবের বিরুদ্ধে শুধু এই আন্দোলনেই থেমে থাকবে না৷

যতো দিন পর্যন্ত নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহার করা হচ্ছে না, ততদিনই এধরনের আন্দোলন চলতে থাকবে৷ তিনি জানান, প্রথম থেকেই এর বিরোধীতা করে আসছিল সিপিএম৷ তারপরও কেন্দ্র লোকসভায় তা পাশ করিয়ে নিয়েছে৷ এখন রাজ্যসভায় পাশ করানোর জন্যে অপেক্ষায় রয়েছে৷ তা যদি হয়, তবে এরাজ্যের জাতি উপজাতির মধ্যে ঐক্যের বন্ধনে ফাঁটল ধরবে বলে তিনি মনে করেন৷
তিনি জানান, আসলে বিজেপি এবং আরএসএস উভয়ই তো ব্রিটিশের অনুচর৷ ব্রিটিশদের থেকে তারা এই বিভাজনের রীতি ধার করেছে৷ এটা কৌশল৷ স্বাধীনতা অন্দোলনে তাদের কোনও ভূমিকা নেই৷ তিনি বলেন, মুচলেকা দিয়ে আন্দোলনের জেল থেকে যে তারা বেরিয়েছে, ভারতবাসী তা জানে৷ এরা হিটলারের উপচর৷ সার্বিকভাবে তিনি এদিন কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেছেন৷


এদিন বাজেট নিয়ে বলেছেন, একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কেন্দ্র৷ টাকা কোথা থেকে আসবে এর কোন হিসাব নেই৷ গেলো বছর ২০১৮-১৯ এর বাজেটের কথা টেনে বলেন, যেসব ক্ষেত্রে তারা আয় বাড়বে বলে ধরে রেখেছিলেন সেসব ক্ষেত্রে তা হয়নি৷ প্রসঙ্গত, এদিনের সভায় সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মাও বক্তব্য রাখেন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ, বামফ্রন্টের আহ্বয়ক বিজন ধর, প্রাক্তন দুই মন্ত্রী মানিক দে ও তপন চক্রবর্তী৷ সভার আগে একটি র্যালীও সংগঠিত করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *