নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): ‘আমার কিছু হয়ে গেলে দায়ী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|’ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে ইতিমধ্যেই এমন মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজকর্মী তথা গান্ধীবাদী নেতা আন্না হাজারে| এক ধাপ এগিয়ে আন্না হাজারে এবার জানালেন, ‘প্রেসিডেন্টের কাছে আমি পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দেব|’ লোকসভা নির্বাচন শিয়রে| তার আগে লোকপাল নিয়োগের দাবিতে ফের অনশনে বসেছেন আন্না হাজারে| গান্ধীবাদী নেতা জানিয়েছেন, দুর্নীতি থেকে মুক্তির জন্য এই বয়সে অনশনে বসতে হয়েছে তাঁকে| মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রালেগাঁও সিদ্ধিতে গত বুধবার থেকে অনশনে রয়েছেন ৮১ বছর বয়সী এই সমাজকর্মী|

অনশন মঞ্চ থেকে আন্না জানালেন, ‘প্রেসিডেন্টের কাছে পদ্মভূষণ পুরস্কার ফিরিয়ে দেব আমি| পদ্মভূষণ পুরস্কারের জন্য আমি কাজ করিনি| যে সময় আমি সমাজের জন্য এবং দেশের জন্য কাজ করেছিলাম, তখন এই পুরস্কার দেওয়া হয়েছিল| যদি দেশ ও সমাজের এই অবস্থাই থাকে, তবে এই পুরস্কার রেখে দেওয়া কি উচিত?’ উল্লেখ্য, ২০১১ সালে আন্না হাজারের নেতৃত্বেই দেশে দুর্নীতির বিরোধী সবচেয়ে বড় আন্দোলনটি হয়| তখন ক্ষমতাসীন ছিল ইউপিএ-২ সরকার| একের পর এক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করলে, জন লোকপাল বিলের দাবিতে আন্দোলনে নামেন তিনি| কেন্দ্রে লোকপাল ও রাজ্যগুলিতে লোকায়ুক্ত নিয়োগের দাবি তোলেন তিনি| ২০১৩ সালে সংসদে লোকপাল আইন পাশ হয়ে যায়| কিন্তু, লোকপালের নিয়োগ এখনও হয়নি| এমতাবস্থায় গত ৩০ জানুয়ারি থেকে নিজের গ্রাম রালেগাঁও সিদ্ধিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন আন্না হাজারে| প্রসঙ্গত, ১৯৯২ সালের পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন আন্না হাজারে|