নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যা করছে, তা দেশের সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নাকে সমর্থন করে কেন্দ্রের মোদীর সরকারের বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।রবিবার সন্ধ্যায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই-এর অভিযান চালানোর চেষ্টা নিয়ে এই মুহূর্তে রাজ্য ও কেন্দ্র সংঘাত চরমে পৌঁছেছে|

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, প্রতিহিংসার রাজনীতি এবং সিবিআই-র অপব্যবহার করছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার| এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই ঘটনার পর কলকাতা মেট্রো চ্যানেলে গিয়ে ধর্নায় বসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন কেজরিওয়ালবলেন, ‘দেশের প্রতিটি রাজ্যে নির্বাচিত সরকার ক্ষমতা রয়েছে। অথচ কেন্দ্রীয় সরকার সিবিআই ও ইডির মাধ্যম ভয় দেখানো হচ্ছে। গণতন্ত্র প্রহসনে তৈরি করছেন মোদীজি।’