সিবিআই-এর শীর্ষ পদে ঋষিকুমার শুক্লা, বুঝে নিলেন দায়িত্বভার

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর ডিরেক্টর হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন আইপিএস ঋষি কুমার শুক্লা| গত শনিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি সিবিআই-এর নতুন ডিরেক্টর হিসেবে আইপিএস ঋষি কুমার শুক্লাকে নিয়োগ করেছিল| একদিন পর সোমবার সিবিআই-এর ডিরেক্টর হিসেবে দায়িত্বভার বুঝে নিলেন আইপিএস ঋষি কুমার শুক্লা| ১৯৮৩-র ব্যাচের আইপিএস অফিসার এবং মধ্যপ্রদেশের প্রাক্তন ডিজি হলেন ঋষি কুমার শুক্লা|
নতুন সিবিআই ডিরেক্টর বাছাই করা নিয়ে গত ২৪ জানুয়ারি কোনও সিদ্ধান্তই হয়নি|

সিবিআই-এর নতুন ডিরেক্টর নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গত শুক্রবারও কোনও নাম চূড়ান্ত করতে পারেনি| তবে, ৩০ জনের নাম বেছে নেওয়া হয়েছিল| তাঁদের মধ্যে সর্বাগ্রে উঠে আসেন আইপিএস ঋষি কুমার শুক্লা| এরপর গত শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি সিবিআই-এর নতুন ডিরেক্টর হিসেবে আইপিএস ঋষি কুমার শুক্লার নাম ঘোষণা করে| সিবিআই-এর ডিরেক্টর পদে ঋষি কুমারের মেয়াদ হবে আগামী দু’বছর|প্রসঙ্গত, অলোক বর্মাকে সরানোর পর থেকেই সিবিআই-এর শীর্ষপদে কোনও স্থায়ী অধিকর্তা ছিল না| ভারপ্রাপ্ত অধিকর্তা এম নাগেশ্বর রাওকে দিয়েই কাজ চালানো হচ্ছিল| অবশেষে সোমবার থেকে নতুন ডিরেক্টর পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)| অগাস্টা ওয়েস্টল্যান্ড, টু-জি, আইসিআইসিআই ব্যাঙ্ক-সহ বিভিন্ন স্পর্শকাতর মামলার তদন্তভার সামলাতে হবে ঋষি কুমার শুক্লাকে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *