তুরিন, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : লা লিগায় রোনাল্ডোর জোড়া গোল সত্ত্বেও ঘরের মাঠে পারমা’র কাছে আটকে গেল তুরিনের ক্লাব। শনিবার রাতে জুভেন্তাস এবং বার্সেলোনার ম্যাচে পর্তুগিজ সুপারস্টারের ক্রিশ্চিয়ানোর জোড়া গোলেও জয় এল না। রোনাল্ডো-মেসির জোড়া গোলেও জয়ের মুখ দেখতে পারল না দল।পারমা’র বিরুদ্ধে ৩২ মিনিট ও ৬২ মিনিটে গোল করে জুভেন্তাসকে এগিয়ে দেন রোনাল্ডো ও রুগানি। ৬৪ মিনিটে একটি গোল ফেরৎ দিয়ে ম্যাচে কামব্যাক করে পারমা। দু’মিনিট বাদে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। তবে শেষরক্ষা হয়নি। ডিফেন্ডারদের ব্যর্থতায় ম্যাচের ৭৪ মিনিটে ও অতিরিক্ত সময় আরও দু’টি গোল হজম করে বসে জুভেন্তাস। ৩-৩ গোলে অমিমাংসিত অবস্থায় শেষ হয় ম্যাচ।
এই নিয়ে চলতি লিগে তৃতীয় ড্রয়ের মুখোমুখি হল তুরিনের ক্লাব। সেইসঙ্গে দ্বিতীয়স্থানে থাকা নাপোলির সঙ্গে পয়েন্টের ব্যবধান কমলেও লিগ টেবিলের শীর্ষেই রইল জুভেন্তাস।অন্যদিকে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও ড্র করল শীর্ষে থাকা বার্সেলোনা। আর দলের কামব্যাকে ত্রাতা হয়ে রইলেন সেই লিওনেল মেসি। এদিন ম্যাচের ২৪ ও ৩২ মিনিটে জোড়া গোল করে ম্যাচে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। পেনাল্টি থেকে গোল করে প্রথমার্ধের ৩৯ মিনিটে একটি গোল শোধ করেন মেসি। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে সঙ্গেই দলকে সমতায় ফেরান আর্জেন্তাইন সুপারস্টার। ড্রয়ের পরও লিগ টেবিলে অবস্থান বদলালো না বার্সারও। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই রল তারা।