BRAKING NEWS

৬ ফেব্রুয়ারি থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হবে মোঘল গার্ডেন

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : রাষ্ট্রপতি ভবনের ঐতিহ্যশালী মোঘল গার্ডেন সাধারণ মানুষের জন্য ৬ ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে। শনিবার রাষ্ট্রপতির দফতরের তরফ থেকে এমনই জানানো হয়েছে।বার্ষিক বাগান উৎসব ‘উদ্যান-উৎসব’ আগামী ৪ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরে ৬ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ১৫ একর বিস্তৃত মোঘল গার্ডেন। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সাধারণের জন্য খোলা থাকবে মোঘল গার্ডেন। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৯ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকবে। কোনও রকম প্রবেশমূল্য ছাড়াই সাধারণ মানুষ মোঘল গার্ডেনে ঢুকতে পারবেন। প্রায় ১০,০০০ বিভিন্ন রঙের টিউলিপ ফুল দেখতে পাবে সাধারণ মানুষ।

জৈবিক উপায়ে কি ভাবে সবজি এবং ফল প্রেসিডেন্ট অরগানিক ফার্মে ফলানো হচ্ছে তাও চাক্ষুষ করতে পারবে দর্শনার্থীরা।মোঘল গার্ডেনে জলের বোতল, ব্রিফকেস, হাতব্যাগ, ক্যামেরা, রেডিও, ট্রান্সিস্টার, বাক্স, ছাতা, খাদ্য সামগ্রী নিয়ে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব অশোক মালিক জানিয়েছেন, পানীয় জল, শৌচাগার, প্রাথমিক চিকিৎসার সুবিধা থাকবে। পাশাপাশি বর্ষীয়ান নাগরিক, মহিলা এবং শিশুদের জন্য বিশ্রামাগারও থাকবে। প্রেসিডেন্ট এস্টেটের ৩৫ নম্বর গেট দিয়ে মোঘল গার্ডেনে প্রবেশ এবং বেরোতে পারবে দর্শনার্থীরা। যারা অনলাইনের মাধ্যমে আগে থেকে বুকিং করবে তাদেরকেও ৩৫ নম্বর গেট ব্যবহার করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *