নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩১ জানুয়ারি ৷৷ বিলোনীয়ায় নৃশংসভাবে খুন হয়েছেন এক ব্যাক্তি৷ তাঁর নাম মুকুন্দ মুহুরি(৫৫)৷ তিনি বিলোনীয়া থানাধীন নতুননগর নেতাজী পাড়ার বাসিন্দা৷ তাঁর খুনের ঘটনায় সিপিএম রাজ্যের আইন-শৃঙ্খলা আবারো প্রশ্ণের মুখে বলে সুর চড়িয়েছে৷ এদিকে, বিজেপি এই ঘটনায় দুঃখ প্রকাশ দোষীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে৷ এই ঘটনায় সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, বুধবার বিলোনীয়া ইশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের নতুননগর নেতাজী পাড়ায় মুকুন্দ মুহুরী (৫৫) নামে সিপিআই (এম)’র ঘনিষ্ঠ সমর্থক নৃশংসভাবে খুন হন৷ তিনি ওই পাড়ারই এক পার্টি কর্মীর বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে রাত ২টা নাগাদ বাড়ি ফিরছিলেন৷ বাড়িতে তাঁর স্ত্রী ও ছেলে ধরে নিয়েছিলো

তিনি বিয়ে বাড়িতেই অবস্থান করছেন৷ আজ সকালে রাবার বাগানে রাস্তার পাশে থেকে তার মৃতদেহ উদ্ধার করে৷ মৃতদেহের মুখে ও অন্যান্য স্থানে রক্তক্ষরণের চিহ্ণ রয়েছে বলে গ্রামবাসীরা জানায়৷
বিবৃতিতে আরো জানানো হয়েছে, যে গত বছর মে মাসে বিজেপি সমর্থক কতিপয় দুষৃকতি দ্বারা তিনি আক্রান্ত হয়েছিলেন৷ মুকুন্দ মুহুরীর হত্যাকান্ড নিঃসন্দেহে কেটি পরিকল্পিত রাজনৈতিক খুন৷ পানিসাগরে তাপস সুত্রধরের হত্যাকান্ডের মত খুনীরা সযত্নে সমস্ত ধরনের তদন্ত সূত্র আড়াল করার চেষ্টা করেছে৷
সিপিআই(এম) রাজ্য সম্পাদকমন্ডলী মুকুন্দ মুহুরীর নৃশংস হত্যার তীব্র নিন্দা করছে৷ সুষ্ঠু তদন্তক্রমে খুনীদের চিহ্ণিত করে গ্রেপ্তার ও সাজা প্রদানের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে৷
সম্পাদকমন্ডলী নিহত মুকুন্দ মুহুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তাঁর স্ত্রী ও ছেলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে৷
এদিকে, এক সাংবাদিক সম্মেলনে বিজেপি দক্ষিণ জেলা কমিটি এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে৷ বিজেপি দোষীকে গ্রেপ্তারের জন্য দাবি জানিয়েছে৷