আহমেদনগর, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার তৃতীয় দিনে পড়ল আন্না হাজারের অনশন। অনশনরত অবস্থায় ৮১ বছর বয়সী এই সমাজকর্মীর রক্তচাপ ও রক্তশর্করা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। মহারাষ্ট্রের কৃষিসমস্যার সমাধান এবং দুর্নীতির রুখতে “লোকায়ুক্ত অ্যাক্ট” এবং “লোকপাল বিল” লাগু করার দাবি নিয়ে গত বুধবার থেকে মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় রালেগাঁও সিদ্ধিতে অনশনে বসেছেন আন্না হাজারে।

শুক্রবার সকালে রুটিন চেকআপের পর ডা ধনঞ্জয় পোটে জানিয়েছেন, হাজারের রক্তচাপ এবং রক্তশর্করার পরিমাণ বেশ বেড়েছে এদিন। কিছু নির্বাচনী সংস্কার ছাড়াও কৃষি সমস্যা মেটাতে স্বামীনাথন কমিশনের সুপারিশগুলি বাস্তবায়িত করার দাবিও তুলেছেন আন্না হাজারে। তাঁর এই প্রতিবাদে বিরাট সংখ্যক স্থানীয় মানুষ সমর্থন জানিয়েছেন। হাজারের দাবিগুলিকে উপেক্ষা করার জন্য তাঁর সমর্থকেরাও রাজ্য এবং কেন্দ্র সরকারকে দুষছেন। সূত্রের খবর, রাজ্যের মন্ত্রী রাম শিন্ডের দফতরের সামনে এদিন বিক্ষোভ দেখান আন্নার সমর্থকেরা।