বেঙ্গালুরু, ১ ফেব্রুয়ারি (হি.স.): কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) বিমানবন্দরে ভেঙে পড়ল হ্যাল-এর প্রশিক্ষণকারী ফাইটার বিমান মিরাজ ২০০০| শুক্রবার সকালের মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে একজন পাইলটের| তবে, আরও দু’জন পাইলট সুরক্ষিত আছেন| কি কারণে ভেঙে পড়ল ফাইটার বিমান মিরাজ ২০০০, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|

শুক্রবার সকালে রুটিন প্রশিক্ষণের সময় বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) বিমানবন্দরে ভেঙে পড়ে হ্যাল-এর প্রশিক্ষণকারী ফাইটার বিমান মিরাজ ২০০০| ফাইটার বিমানে সেই সময় তিনজন পাইলট ছিলেন| তাঁদের মধ্যে দু’জন প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন| কিন্তু, একজন পাইলট ভেঙে পড়া ফাইটার বিমানের ধ্বংসস্তূপে অবতরণ করেন| এই ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর| কি কারণে ভেঙে পড়ল ফাইটার বিমান মিরাজ ২০০০, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে|