নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি ৷৷ ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) ধারায় প্রদত্ত ক্ষমাতাবলে রাজ্যপাল অধ্যাপক কাপ্তান সিং সোলাঙ্কি আগামী ২২ ফেবয়ারি, ২০১৯ সকাল ১১ টায় দ্বাদশ ত্রিপুরা বিধানসভার চতুর্থ অধিবেশন আহ্বান করেছেন৷ 2019-02-01