নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৩০ জানুয়ারী৷৷ কিছু মানুষ পূর্বোত্তরকে অশান্ত দেখতে চাইছেন৷ তাই, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে এতো শোরগোল হচ্ছে৷ বুধবার কলকাতায় বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এইভাবেই নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধীদের বিঁধলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, নাগরিকত্ব সংশোধনী বিল শুধ পূর্বোত্তরের জন্য নয়, সারা দেশের জন্য এনেছে কেন্দ্রীয় সরকার৷ অথচ, শুধু মাত্র পূর্বোত্তরেই এই বিলের তীব্র বিরোধীতা করা হচ্ছে৷

বিপ্লব দেবের দাবি, বাংলাদেশে, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুদের এদেশে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে বিলে৷ তাতে, এদেশের মানুষের কোন ক্ষতি হবে না বলে মনে করেন তিনি৷ তাঁর কথায়, সীমান্তবর্তী রাজ্য হিসেবে পূর্বোত্তরের কয়েকটি রাজ্য ক্ষতিগ্রস্থ হবে, তা নিয়ে অযথা চিন্তা করার কোন ভিত্তি নেই৷ কারণ, রাজস্থানও সীমান্তবর্তী রাজ্য৷ সেখানেও এই বিল কার্যকর হবে৷ কিন্তু, সেখানে এই সংশোধনী বিল নিয়ে কোন শোরগোল হতে দেখা যাচ্ছে না৷ তাঁর সাফ কথা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিচালিত সরকারের দৌলতে পূর্বোত্তরে শান্তি ফিরে এসেছে, তা অনেকের সহ্য হচ্ছে না৷ কিছু মানুষ পূর্বোত্তরকে অশান্ত দেখতে চাইছেন৷ তাই, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে হৈচৈ শুরু করেছেন৷ তাঁর বক্তব্য, পূর্বোত্তরকে দূর্বল ভাবা উচিত নয়৷ ফলে, এই বিল নিয়ে যেভাবে বিরোধীতা হচ্ছে, তাতে জনমনে কোন ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা নেই৷ তাঁর দাবি, ত্রিপুরায় এই বিল নিয়ে অযথা হৈ চৈ হচ্ছে, তাতে লোকসভা ভোটে কোনও প্রভাব পড়বে না৷