লখনউ, ৩০ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় নিহত ছয়। গুরুতর আহত আট। বুধবার রাজ্যের সোনভদ্র, বদায়ুঁ, ঝালাউন জেলায় দুর্ঘটনাগুলি ঘটেছে।এদিন সকালে সোনভদ্র জেলার বাইরপানা গ্রামের আনপারায় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবোঝাই বাসকে সজোরে ধাক্কা মারে। পরে রাস্তার ধারে বসে থাকা কয়েক জন মানুষকেও পিষে দেয় ট্রাকটি। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চার জনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আহত তিন জনের চিকিৎসা চলছে। পুলিশের তরফে জানানো হয়েছে নিহতদের তিনজন পথচারী এবং একজন বাসযাত্রী। ঘাতক ট্রাক এবং চালককে আটক করা করা হয়েছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে বদায়ুঁ জেলার বাঘওয়ালা গ্রামের বাঘওয়ালা-মেরঠ হাইওয়েতে। সেখানে রাজ্য পরিবহণ নিগমের বাস বিপরীত দিন থেকে আসা একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনায় একজন প্রাণ হারিয়েছে। আহত চার। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।অপর দুর্ঘটনাটি ঘটেছে জালাউন জেলার ওরাই থানার অন্তগর্ত কুকারগাঁওতে। বেপরোয়া গতিতে আসা একটি এসইউভি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ঝুপড়িতে গিয়ে সজোরে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় নিহত এক। পাশাপাশি আহত এক। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।