ইসলামাবাদ, ৩০ জানুয়ারি (হি.স.) : শোয়েব আখতার আমরা বিরুদ্ধ ব্যক্তিগত আক্রমণ করছে বলে পাল্টা তোপ দাগলেনে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।খেলা চলাকালীন দক্ষিণ আফ্রিকার পেস বোলার অ্যান্ডিল ফুলাকোয়েকে উদ্দেশ্য করে বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করেন সরফরাজ আহমেদ। তার জেরে চার ম্যাচের জন্য পাকিস্তান অধিনায়ককে সাসপেন্ড করে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়মায়ক সংস্থা আইসিসি। এরপরেই সফরের মাঝখানে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসতে বাধ্য হন সরফরাজ আহমেদ।

পাক অধিনায়ককে কটাক্ষ করে প্রাক্তন পেস বোলার শোয়েব আখতার বলেছিলেন, ‘পাকিস্তানি হিসেবে এমন ধরণের মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নই। জনসমক্ষে তাঁর ক্ষমা চাওয়া উচিত।’পাল্টা সরফরাজ আহমেদ বলেন, ‘এমন ধরণের মন্তব্য করে আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হচ্ছে।’ পাশাপাশি নিজের দোষ স্বীকার করে নিয়ে সরফরাজ আহমেদ বলেন, নিজের দোষ আমি স্বীকার করে নিয়েছে। বিষয়টি দেখভাল করার জন্য আমি পিসিবি-কে ধন্যবাদ জানাচ্ছি। নিজের খেলার উন্নতি করার জন্য সচেষ্ট হব। আমাকে সমর্থন করার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানাচ্ছি।