খুমুলুঙে জোট বেধে আন্দোলনে নামছে উপজাতি ভিত্তিক দলগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি ৷৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে ৩০ জানুয়ারি খুমুলুঙে জোট বেধে আন্দোলনে নামছে উপজাতি ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল৷ আইএনপিটি, আইপিএফটি তিপ্রাহা সহ বেশ কয়েকটি উপজাতি ভিত্তিক রাজনৈতিক দল এই ইস্যুতে একজোট হয়েছে৷ ওই দিনের আন্দোলন কর্মসূচির লক্ষ্যে যৌথ কমিটিও গঠিত হয়েছে৷ সোমবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন যৌথ কমিটির আহ্বায়ক শ্রীদাম দেববর্মা৷ তাঁর কথায়, বিভিন্ন দাবির পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের বিষয়টিকেই প্রাধান্য দিয়ে এই আন্দোলন কর্মসুচি স্থির করা হয়েছে৷


নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ত্রিপুরা সহ পূর্বোত্তরে ভিষণ প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে৷ আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদ অধিবেশন শুরু হচ্ছে৷ নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পাশ হয়ে গিয়েছে৷ ফলে, রাজ্যের জনজাতিরা আশঙ্কা করছেন, আগামী সংসদ অধিবেশনেই নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভাতেও পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার৷ তাই, ৩০ জানুয়ারি থেকেই এই বিলের বিরোধীতায় আন্দোলন শুরু করা হচ্ছে বলে এদিন দাবি করেন যৌথ কমিটির নেতৃবৃন্দ৷ শ্রী দেববর্মা বলেন, সারা দেশের মধ্যে পূর্বোত্তরে এই বিলের বিরোধীতায় আন্দোলন প্রচন্ড ভাবে শুরু হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে আগামী ৩০ জানুয়ারি খুমুলুঙে এক র্যালির আয়োজন করা হয়েছে৷ এই র্যালি থেকেই নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের জন্য জোড়ালো দাবি জানানো হবে৷ তাঁর কথায়, ওই দিন থেকে ধারাবাহিক ভাবে আন্দোলন চলবে৷
এদিকে, আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে শাসক জোট আইপিএফটিকে নিশানা করেছে৷ আইপিএফটি নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা করছে না বলে সমালোচনা করেছে আইপিএফটি তিপ্রাহা গোষ্ঠী৷ এদিকে, আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্খল জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই এনসিটি, টিএসএফ, টিএসপি দলের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে৷ তারাও খুমুলুঙে র্যালিতে অংশ গ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *