বিকানের, ২৮ জানুয়ারি (হি.স.) : বিগত চার বছরে দেশের উন্নয়নকেই সবচেয়েস বেশি গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার এমন দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি।এদিন রাজস্থানের বিকানেরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতিন গড়করি বলেন, বিগত চার বছরে উন্নয়নের রাজনীতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সরকার একাধিক উন্নয়নমুখী প্রকল্প গ্রহণ করেছে এবং সার্বিক উন্নয়নের জন্য সমস্ত চেষ্টা করা হয়েছে।

বিকানেরে ট্রাফিকের জট কাটানোর জন্য রোপওয়ের ব্যবস্থা করা হবে। এনডিএ-র আমলে জাতীয় সড়ক সম্প্রসারণ কাজ অনেক বৃদ্ধি করা হয়েছে। এখনও এক লক্ষ কোটি টাকার কাজ চলছে।এদিন বিকানেরে ১৭৫৫.৩৬ কোটি টাকার হাইওয়ের শিলান্যাসের উদ্বোধন করেন তিনি। নীতিন গড়করি ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গওয়ার এবং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘাবল।