যত শীঘ্রই সম্ভব অযোধ্যা মামলার সমাধান হওয়া উচিত : কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): বারবার পিছিয়ে যাচ্ছে বহুচর্চিত অযোধ্যা মামলার শুনানি| ২৯ জানুয়ারি, মঙ্গলবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে অযোধ্যা মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল| কিন্তু, মঙ্গলবার শুনানি হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে| অযোধ্যা মামলা বারবার পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস), বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন| এই পরিস্থিতিতে রামমন্দির নির্মাণ ও অযোধ্যা মামলা প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানালেন, ‘দেশবাসী মনে করেন অযোধ্যাতেই রামমন্দির নির্মাণ হবে| একজন নাগরিক হিসেবে আমি বলতে চাই যে, বিগত ৭০ বছর ধরে এই ইস্যু ঝুলে রয়েছে| যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান হওয়া উচিত|’

উল্লেখ্য, গত শুক্রবার অযোধ্যা মামলার শুনানির জন্য পাঁচ জন বিচারপতির নতুন বেঞ্চ তৈরি করা হয়| পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস এ নাজির| এর আগে গত ১০ জানুয়ারি অযোধ্যা মামলার শুনানির সময় সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি এন ভি রামানা| তবে, নতুন সাংবধানিক বেঞ্চের সদস্য নন তিনি| ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চে রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলার শুনানির কথা ছিল| কিন্ত, সাংবিধানিক বেঞ্চের অন্যতম সদস্য বিচারপতি এস এ বোবদে ওই দিন অনুপস্থিত থাকবেন| সেই কারণে ২৯ জানুয়ারির শুনানি স্থগিত রাখা হয়েছে| আপাতত কবে থেকে শুনানি শুরু হবে তা এখন অজানা|