ব্রাসিলিয়া, ২৭ জানুয়ারি (হি.স.) : দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বাঁধ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৪০। এখনও নিখোঁজ ৩০০ মানুষ। বহু মানুষ কাদামাটির তলায় আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনেরো একে ‘ভয়াবহ দুর্ঘটনা’ অ্যাখ্যা দিয়েছেন। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে ব্রাজিলের মিনাস জিরাইস রাজ্যের ব্রুমাদিনহোর বেলো হরিজনতো শহরে বিস্ফোরণ থেকে ‘মিনা ফিইজো’ খনিতে বাঁধ ধসের ঘটনা ঘটে। খনিটি বেলো হরিজনতো থেকে ৪০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত। খনিটিতে মোট ৪২৭ জন শ্রমিক দুর্ঘটনার সময়ে কাজ করছিল বলে জানিয়েছেন এক আধিকারিক।

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ শুরু করে প্রশাসন। উদ্ধার কাজে হাত লাগায় স্থানীরাও। ঘটনার পরপরই প্রায় দমকল বিভাগের ১০০ কর্মী উদ্ধার কাজ শুরু করেন। শনিবার থেকে তাদের সঙ্গে আরও শতাধিক কর্মী যুক্ত হবেন বলেও জানানো হয়েছে। তবে বহু মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বৃদ্ধির পাওয়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ঘটনার সময় বাঁধ সংলগ্ন ক্যাফেটেরিয়ায় অসংখ্য শ্রমিক দুপুরের খাবার খাচ্ছিলেন। বাঁধ ভেঙে যাওয়ার পর ওই ক্যাফেটেরিয়াটি কাদায় চাপা পড়ে।
উল্লেখ্য, তিন বছর আগে মিনাস গেরাইসে একই কোম্পানির আরেকটি বাঁধ ধসের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল।