নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জানুয়ারি৷৷ চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন জনৈক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। জানা গেছে, আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে তাঁকে ভরতি করার পর চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে রাজধানী সংলগ্ন সুভাষনগর এলাকায় আজ সকালে।ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সকালে আগরতলা সংলগ্ন সুভাষনগর এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন কাজলকান্তি মজুমদার নামের অবসরপ্রাপ্ত এক ইঞ্জিনিয়ার।

এদিন সকালে তিনি সুভাষনগরের রেলওয়ে ট্র্যাকের কাছে দাঁড়িয়েছিলেন। সম্ভবত সে সময় তিনি অন্যমনস্ক ছিলেন। তখন আচমকা একটি ট্রেন এসে কাজলবাবুকে ধাক্কা মেরে ফেলে দেয়। মাটিতে পড়ে রক্ত ঝরতে থাকে তাঁর। প্রত্যক্ষদর্শী এলাকাবাসী রক্তাক্ত কাজলবাবুকে নিয়ে যান জিবি হাসপাতালে।