মাদুরাই, ২৭ জানুয়ারি (হি.স.) : তামিলনাডুর মাদুরাইয়ের থোপ্পুরে এইমসের ভিত্তিপ্রস্তুর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই এইমস গড়তে খরচ হবে ১২৬৪ কোটি টাকা। পাশাপাশি মাদুরাই, থানজাভুর, তিরুনেলভেলি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির সুপার স্পেশ্যালিটি ব্লকের উদ্বোধন করেন তিনি। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এইগুলি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অত্যাধুনিক এইসব ব্লকগুলিতে ক্যাথ ল্যাব এবং সমস্ত সুযোগ সুবিধে রয়েছে। যে এইমসটি গড়ে তোলা হবে তার মধ্যে ৭৫০টি শয্যা থাকবে। এমবিবিএস পড়ুয়াদের জন্য ১০০টি থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও ১২টি পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেন তিনি।

এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। পাশাপাশি রাজ্যের পিছিয়ে পড়া রামানাথনপুরম জেলায় মেডিক্যাল কলেজ গড়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান মুখ্যমন্ত্রী। উপ-মুখ্যমন্ত্রী ও পানিরসেলভাম জানিয়েছেন, রাজ্যে এইমস গড়ে উঠলে উপকৃত হবে পিছিয়ে পড়া জেলাগুলির মানুষ। এর ফলে ওই অঞ্চলে পরিকাঠামোগত উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন তিনি। ২০১৮-র ডিসেম্বরে তামিলনাডুর মাদুরাইতে এইমস গড়ার জন্য সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল বানওয়ারি লাল পুরোহিত, কেন্দ্রীয় মন্ত্রী পন রাঁধাকৃষ্ণণ, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সি বিজয়ভাস্কর ।