আবুধাবি, ২৭ জানুয়ারি (হি.স) : সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন নেপালের রোহিত পাউদেল। আন্তর্জাতিক ক্রিকেটে সর্ব কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে হাফ সেঞ্চুরি করলেন তিনি। রোহিতের বয়স এই মুহূর্তে ১৬ বছর ১৪৬ দিন। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে একদিনের সিরিজ খেলছে নেপাল। সেখানেই দ্বিতীয় একদিনের ম্যাচে সচিনকে ছাপিয়ে গেলেন রোহিত। এর আগে এই রেকর্ড ছিল ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের। তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন ১৬ বছর ২১৩ দিনে। পাকিস্তানের বিরুদ্ধে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। তিনি ১৬ বছর ২১৭ দিনে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরিও করেছিলেন। ভেঙে ছিলেন শাহিদ আফ্রিদির রেকর্ডও।

আইসিসির তথ্য অনুযায়ী নেপালের ক্রিকেটে রোহিত বেশ কিছুদিন ধরেই উদীয়মান তারকা হিসেবে উঠে আসছেন। নেপালের একদিনের ক্রিকেট খেলা দেশের আন্তর্জাতিক স্ট্যাটাসের ম্যাচেও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে দলে ছিলেন তিনি। সেটা ছিল বিশ্বকাপ ক্রিকেটের যোগ্যতা নির্ণায়ক ম্যাচ।এদিন রোহিত ৫৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় একদিনের ম্যাচে সংযুক্ত আরব এমিরেটসকে ১৪৫ রানে হারিয়ে দিল নেপাল।