কীর্ণাহার, ২৭ জানুয়ারি (হি.স) : দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাচ্ছেন ‘ভারতরত্ন’। আর তাই বাঁধ ভাঙা আনন্দ মিরীটি গ্রামে। প্রণব মুখার্জির এই সম্মানে ভূষিত হওয়ার খবরে আবার যেন আনন্দে উচ্ছাসে বীরভূমের মেঠো পথের মিরীটি গ্রাম। মিরীটির আদি বাসিন্দা সূত্রে মিরীটির প্রতিটি মানুষ আজ আনন্দে আত্মহারা।প্রণব মুখার্জি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। আর তা হলেও তিনি বীরভূমের কীর্ণাহারের মিরীটির ছেলে। এর আগেও রাষ্ট্রপতি হওয়ার ঘোষণায় যেমন প্রণব মুখার্জির গ্রামে অকাল দীপাবলি হয়েছিল, ঠিক তেমনই বাঁধ ভাঙ্গা উচ্ছাস । কারণ তিনি যে পেতে চলেছেন ভারতের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ পুরস্কার।রাষ্ট্রপতি ভবন থেকে এই ঘোষণা হওয়ার সাথে সাথেই অকাল দীপাবলিতে মেতে উঠেছে বীরভূমের মিরীটি গ্রাম। ট্যুইটারে একের পর এক সংবর্ধনা প্রধানমন্ত্রী থেকে ভারতের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের, রাজনীতিবিদদের।

ভারতরত্ন ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইট করে বলেন বলেন, “প্রণবদা আমাদের সময়ের একজন অসামান্য রাজনীতিবিদ। কয়েক দশক ধরে তিনি নিঃস্বার্থ ও নিরলসভাবে দেশের সেবা করছেন। দেশের উন্নয়নের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছেন। তাঁর মতো জ্ঞান ও বুদ্ধি খুব কম ব্যক্তির রয়েছে। তিনি ভারতরত্ন সম্মানে ভূষিত হওয়ায় আমি আপ্লুত।”প্রণব মুখার্জির এমন সম্মান পাওয়ার খুশিতে তার দিদি অন্নপূর্ণা দেবী বলেন, “ভাই-এর সম্মানে আমি খুশি”, ছেলে অভিজিৎ মুখার্জি বলেন “বাবা উপযুক্ত সম্মান পেয়েছেন”। দিদি অন্নপূর্ণা দেবী আরও বলেন, “সেই ছোট্ট ভাইটা যে জল, বাদল, বর্ষা পেরিয়ে স্কুলে আসতো, আজকে ভারত, বিশ্ব বিখ্যাত। সেই আনন্দ মুখে প্রকাশ করা যায়!”
প্রণব মুখার্জিও ট্যুইট করে জানান, ”ভারতবাসীকে অত্যন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে এই সম্মান গ্রহণ করছি। বারবার বলে এসেছি, দেশের মানুষকে যা দিয়েছে, তার চেয়ে বেশি পেয়েছি আমি”। বীরভূমের বীরপুত্র প্রণব মুখার্জি রাজনৈতিক জীবনে কংগ্রেসের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। রাজনীতির শেষ লগ্নে তিনি দেশের রাষ্ট্রপতিও হয়েছিলেন। ইন্দিরা গান্ধীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন এই প্রণব মুখার্জি। মাঝে মতান্তর হলেও কংগ্রেসি রাজনীতি থেকে কখনও ছেড়ে চলে যাননি।কংগ্রেস সরকার থাকাকালীন বিদেশমন্ত্রক, অর্থমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ পদ গুলি তিনি যত্ন সহকারে পালন করেছিলেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহারের এই সন্তান প্রথম দেশের রাষ্ট্রপতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন বীরভূম থেকে।