আগরতলা, ২৬ জানুয়ারি, (হি.স.) : আজ ৭০ তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে ৭০ তম প্রজাতন্ত্র দিবস। সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে। প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে রাজ্য সরকারের পক্ষ থেকে নানান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ ২৬ জানুয়ারি সকাল সাতটায় উমাকান্ত অ্যাকাডেমি প্রাঙ্গণ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর পর বিকাল তিনটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা গেছে, ৭০ তম প্রজাতন্ত্র উপলক্ষ্যে আজ সকাল ৬.৩০ মিনিটে গান্ধীঘাটে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এছাড়া এদিন সকাল সাতটায় পোস্টঅফিস চৌমুহনি শহিদ স্তম্ভে শহিদ জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। জানা গেছে, রাজধানী সহ রাজ্যের সমস্ত ক্লাব, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুষ্প প্রদর্শনী, সাংস্কৃতিক কর্মসূচি, প্রীতি ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এদিন প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হয়েছে আসাম রাইফেলস ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কাপ্তানসিং সোলাঙ্কি। তাছাড়া উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

এদিন আসাম রাইফেলস ময়দানে রাজ্যপাল কাপ্তানসিং সোলাঙ্কি বিভিন্ন আধাসামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। তাছাড়া স্কুলের ছাত্রছাত্রীরা নাচ, গান পরিবেশিত করে। এদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রেল স্টেশন, বিমানবন্দর, হাসপাতালে প্রতিটি জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা গেছে, প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের নজরদারিও বাড়ানো হয়েছে।