আগরতলা, ২৫ জানুয়ারি, (হি.স.) : তুবড়ি-বাজি মাথায় ফাটিয়ে দুর্জনগরের সুকু গৌরের হত্যার সাথে জড়িত ভুটন ধর ওরফে সমুজ্জ্বলকে পুলিশ গ্রেফতার করেছে। সুকু গৌরের হত্যার সাথে জড়িত ভুটন ধর ওরফে সমুজ্জ্বলকে পুলিশ গ্রেফতার করলেও অপর অভিযুক্ত সুবল সাহা এখনও পলাতক বলে জানা গেছে। জানা গেছে, অভিযুক্ত সমুজ্জ্বল আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের জন্য প্রস্তুতি নিয়েছিল। ঠিক সেই সময় পুলিশ অভিযুক্ত সমুজ্জ্বলকে গ্রেফতার করে।

পরে তাকে আদালতে সোপর্দ করে। আদালতে ভুটন ধর ওরফে সমুজ্জ্বলকে সোপর্দ করা হলে বিচারক আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে অভিযুক্তকে কঠোর শাস্তি দেওয়ার।